December 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tourism : পর্যটন নিয়ে বিটিএম অনুষ্ঠিত হতে চলেছে ১৭ ডিসেম্বর

শিলিগুড়ি , ১৬ ডিসেম্বর : অষ্টম বারের মত অনুষ্ঠিত হতে চলেছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত অনুষ্ঠান বিটিএম । সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথা জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।

আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর শিলিগুড়ির এক জনপ্রিয় পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে । যেখানে নেপাল , ভুটান সহ একাধিক দেশ-বিদেশের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

উদ্যোক্তারা জানান , বিটিএম অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকেন উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী একাধিক রাজ্যের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব থেকে শুরু করে পার্শ্ববর্তী আন্তর্জাতিক সীমানা অর্থাৎ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা ।

আগামীকাল বিকেল পাঁচটায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাত ধরে অষ্টম বারের জন্য এই অনুষ্ঠানের সূচনা হতে যাচ্ছে । তবে এবার এই অনুষ্ঠানে দেখা যাবে না বাংলাদেশের পর্যটনের সাথে জড়িত ব্যক্তিত্বদের। প্রত্যেকবার বাংলাদেশ থেকেও পর্যটন শিল্পের সাথে জড়িত প্রচুর মানুষ এই বিটিএম অনুষ্ঠানে উপস্থিত হন । তবে এবার বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননার কারণে এই অনুষ্ঠানে এবার বাংলাদেশের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিত্বদের বয়কট করা হয়েছে উদ্যোক্তাদের তরফে ।

তবে এর পরিবর্তে এ বছর নতুন সংযোজন রূপে থাকছে ভুটানের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিত্ব । তৃতীয় দিনে থাকছে নেপাল পর্যটন শিল্পের সাথে জড়িত একাধিক সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিশেষভাবে সেই দিনটিতে নেপাল নাইট বলে এক অনুষ্ঠানের আয়োজন করছেন উদ্যোক্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *