শিলিগুড়ি , ২০ মে : দার্জিলিং জেলার ঘুম-সুখিয়া রোডের গুদামে মজুত করে রাখা ছিল প্রচুর পরিমাণ অবৈধ মদ । গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদ উদ্ধার করল আবগারি দপ্তর ।
দার্জিলিংয়ের জোড় বাংলো থানা এলাকার ঘুম-সুখিয়া রোডে দুটি গুদামে হানা দিয়ে লক্ষাধিক টাকার মদ উদ্ধার করতে সক্ষম হয় আবগারি দপ্তর । দুটি গুদাম থেকে প্রায় ১৭৮ কার্টন মদ বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর ।
তার মধ্যে প্রায় ৬২৫ লিটার মদ ও ৮৪২ লিটার বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে । উদ্ধার হাওয়া লিকারের বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ ৮৭ হাজার টাকা । তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি আবগারি দপ্তর ।