শিলিগুড়ি , ১৮ জানুয়ারী : বন্যপ্রাণীর দেহাংশ পাচার করতে গিয়ে এবার শিলিগুড়িতে গ্রেফতার হল সিকিম পুলিশের প্রাক্তন এক পুলিশ কর্তা। শিলিগুড়িতে হোটেলে বসে মৃগনাভি ও উড়ন্ত কাঠবেড়ালির ছাল পাচার করার আগে ধরা পড়েন ওই প্রাক্তন পুলিশ কর্তা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি হোটেল থেকে ওই প্রাক্তন পুলিশ কর্তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ড্যানি ভুটিয়া। তিনি সিকিম পুলিশের ডিএসপি পদে ছিলেন বলে জানা গিয়েছে। এদিন খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালান।
ধৃতের কাছ থেকে মৃগনাভি ও উড়ন্ত কাঠবেড়ালির ছাল উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তি সিকিমের গ্যাংটকের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করে বন দফতরের আধিকারিকেরা জানতে পেরেছে, নেপাল থেকে ওই বন্যপ্রাণীর দেহাংশগুলি নিয়ে আসা হয়েছিল।
এরপর দিল্লীতে সেগুলি পাঠানো হত। ওই হোটেলে দিল্লীর এক ব্যক্তির আসার কথা ছিল। এরপর সেখানে হাতবদলের পরিকল্পনা ছিল।