Khabar Samay Bangla Blog অপরাধ Crime : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস , গ্রেপ্তার
অপরাধ

Crime : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস , গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৬ এপ্রিল : সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব । ধীরে ধীরে প্রেম । এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস । এরপর বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেপ্তার ভিনরাজ্যের বাসিন্দা ।

ধৃতের নাম রাম প্রসাদ (২০ )। কলেজের প্রথম বর্ষের ছাত্র সে । গত ১৮ এপ্রিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন , তার মেয়েকে ব্ল্যাকমেইল করা হচ্ছে । নাবালিকা স্কুলে পড়ে । বছর খানেক আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ঝাড়খন্ডের বাসিন্দা রাম প্রসাদের সঙ্গে । একে একে বন্ধুত্ব থেকে প্রেম | এরপর শিলিগুড়ি আসে ওই যুবক এবং বেশ কয়েকবার ওই নাবালিকা মেয়েটির সঙ্গে দেখাও করে ।

সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে । তার ভিডিও ক্লিপ বানিয়ে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করছিল অভিযুক্ত যুবক । পরবর্তীতে ওই নাবালিকা তার পরিবারকে বিষয়টি জানালে তারা গত ১৮ তারিখ প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খন্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে আটক করা হয় অভিযুক্ত যুবককে । তাকে আজ শিলিগুড়িতে আনা হয়েছে । আজই শিলিগুড়ি মহকুমা দায়রা আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version