শিলিগুড়ি , ২৬ এপ্রিল : রক্তদান জীবন দান তাই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে উৎসর্গ রক্তদানের আয়োজন করা হয় । রক্তের সংকট মেটাতেই বিগত কয়েক বছর ধরে বিভিন্ন থানা এবং ফাঁড়ি গুলোতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয় | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ওয়েস্ট টু দেবাশীষ বোস , মাটিগাড়া থানা আইসি অরিন্দম ভট্টাচার্য , উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ি ইনচার্জ সজল রায় , উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সহ মাটিগাড়া ওয়ান উপ প্রধান সহ সকল পুলিশকর্তারা।