শিলিগুড়ি , ১৯ মার্চ : গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম রাজা দাস । ধৃত শিলিগুড়ি দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা।
চলতি মাসের ৭ তারিখ শিলিগুড়ির ঋষি অরবিন্দ প্রাইমারি স্কুলের থেকে চুরি যায় একটি গ্যাস সিলিন্ডার । এরপরই স্কুলের তরফে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে শিলিগুড়ির টিকিয়াপাড়া নিউ সিনেমা রোড এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ । ওই এলাকারই একটি পরিত্যক্ত জায়গা থেকে গ্যাস সিলিন্ডারটি উদ্ধার করা হয় । বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।