June 28, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : অসম নম্বরের ট্রাক থেকে প্রচুর বিদেশী মদ বাজেয়াপ্ত , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ১ জুন : একমাস কাটতে না কাটতেই ফের সাফল্য বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের । অভিযান চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হল প্রচুর পরিমান বিদেশী মদ ।


পুলিশ জানতে পারে যে একটি অসম নম্বরের ট্রাক প্রচুর বিদেশী মদ নিয়ে বিহারের উদ্যশ্য যাচ্ছে । শনিবার বড়গছের মুনি টি এস্টেট এর সামনে গাড়িটিকে থামিয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালাতে গিয়ে দেখে যে গাড়িটি পুরো খালি । তার পরেই গাড়িটিকে তল্লাশি চালালে গাড়ির পেছনে থাকা গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ১৭০৪ বোতল বিদেশী মদ।

যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা । গ্রেপ্তার করা হয় ইয়াজুল হক (২৬) ও সামসুল হক (৩২) নামে দুই অভিযুক্তকে । ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *