October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : টোটো চালকের পরিচয়ে থাকত আইএসআই এজেন্ট

শিলিগুড়ি , ২২ ডিসেম্বর : শিলিগুড়ি পুর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনীতে একটি ভাড়া বাড়িতে থাকত ধৃত । টোটো চালানোর পাশাপাশি বাড়ির মালিকের ছেলেকে টিউশন পড়াত ধৃত আইএসআই এজেন্ট । জানা গিয়েছে , ধৃত সকলের সঙ্গে খুব একটা কথা বলত না ।

বাড়ির মালিক থাকতেন ভারত নগর এলাকায় । তিনি রেলে চাকরি করেন । এদিন সকালে ধৃতকে এনজেপি থানা থেকে সোজা শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে নিয়ে যাওয়া হয় অম্বিকানগর এলাকায় এসটিএফের অফিসে । সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *