শিলিগুড়ি , ২৩ মে : প্রধাননগর থানা পুলিশের সহায়তায় সিকিমের গ্যাংটক থেকে চুরি হওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করল সিকিম পুলিশ । যদিও ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি ।
গত ১৯ মে সিকিমের গ্যাংটকের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে । সেই বাড়ি থেকে ১৪ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয় । ব্যক্তির বাড়িতে থাকা শিলিগুড়ির বাসিন্দা এক যুবকই এই ঘটনা ঘটায় বলে অভিযোগ । এরপরই অভিযুক্ত যুবক ফেরার হয়ে যায় ।
ঘটনার পর সিকিম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি । তদন্তে নেমে সিকিম পুলিশ জানতে পারে অভিযুক্ত শিলিগুড়িতে রয়েছে । এরপরই প্রধাননগর থানার সঙ্গে যোগাযোগ করে সিকিম পুলিশ ।
পরবর্তীতে প্রধাননগর থানার ক্রাইম উইং এর ইনচার্জ গৌতম মল্লিকের নেতৃত্বে তদন্ত শুরু হয় । এরপর বুধবার রাতে অভিযুক্ত যুবকের বাড়ি মধ্য পলাশে অভিযান চালায় পুলিশ । তার বাড়ি থেকে উদ্ধার হয় ৯৭ গ্রাম সোনার অলঙ্কার । যার বাজার মূল্য সাত লক্ষ টাকা । বাকি অলঙ্কার এখনও উদ্ধার হয়নি ।
এদিকে যুবককেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । উদ্ধার হওয়া সোনার অলঙ্কার সিকিম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ l