December 27, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Police : ঢিল ছোঁড়ার প্রতিবাদ , প্রতিবেশীর হাতে জুটল মার , অভিযোগ দায়ের

শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : ঢিল ছোঁড়ার প্রতিবাদ করতেই বেধড়ক মার প্রতিবেশীদের । আহত হলেন পরিবারের বাবা মা ও ছেলে । ৬ জনের নামে এনজেপি থানায় লিখিত অভিযোগ আক্রান্তকারীদের ।

রবিবার রাতে ঘটনাটি ঘটে অম্বিকানগর সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনীতে । ওই এলাকার দীনেশ বর্মন রাতে ছাদে উঠলে তাকে দেখে প্রতিবেশী দুই যুবক ঢিল ছোঁড়ে ।পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পরিবারের সদস্যরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ । বেধরক মারধর করা হয় দীনেশ বর্মন সহ তার স্ত্রী কৃপা বর্মন ও ছেলে বিনয় বর্মনকে । বাড়ি ভাঙ্গচুরও করে তারা ।

প্রান বাঁচাতে ঘরের দরজা বন্ধ করে পুলিশকে ফোন করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
সোমবার সকালে ঘটনায় জড়িত ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন এনজেপি থানায় আক্রান্ত পরিবার ।

আহত কৃপা বর্মন ও তার স্বামী দীনেশ বর্মন জানান , দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে মনমালিন্য ছিল ওই প্রতিবেশী জ্ঞ্যানদা বর্মনের পরিবারের সঙ্গে । রবিবার রাতে ঢিল ছোঁড়ার প্রতিবাদ করতেই সেই বাহানায় তাদের উপর চড়াও হয়ে মারধর করে জ্ঞ্যানদা বর্মনের পরিবার ।

তিনি জানান মাঝে মধ্যই প্রাননাশের হুমকিও দিত ওই প্রতিবেশী জ্ঞ্যানদা বর্মন ও তার পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কেউ গ্রেপ্তার হয়নি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *