September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : মোটরবাইক চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : শিলিগুড়িতে মোটরবাইক চুরি চক্র আবারও সক্রিয় । অভিযোগ পেতেই তদন্তে পুলিশ । উদ্ধার হল চুরি যাওয়া স্কুটি । গ্রেপ্তার অভিযুক্ত । এবার ঘটনাস্থল শিলিগুড়ি থানা এলাকা ।

গত ১৪ অগাস্ট মহাবীরস্থান ফ্লাইওভারের কাছ থেকে চুরি যায় ভগবান প্রসাদ নামে এক ব্যক্তির স্কুটি । অভিযোগ পেতেই তদন্তে নামে শিলিগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ । অবশেষে রবিবার রাতে মিলল সাফল্য । চোরাই ওই স্কুটি সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ । ধৃতের নাম সুমন চক্রবর্তী।

ধৃতের বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকার গোপাল মোড়ে । ফ্লাইওভারের কাছে ভগবান প্রসাদ নামে ওই ব্যক্তি তার স্কুটি পার্কিং করে দোকানে যান | রাতে বাড়ি যাওয়ার সময় এসে দেখেন উধাও স্কুটি । এরপরেই শিলিগুড়ি থানার দ্বারস্থ হন তিনি । অবশেষে উদ্ধার হয় চুরি যাওয়া স্কুটি | গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ।

গতকাল রাতে এনটিএস মোড়ের কাছ থেকে অভিযুক্ত সুমন চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ | ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *