শিলিগুড়ি , ২৪ জুলাই : জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা মাটিগাড়া ব্লকের পেলকুজোত এলাকায় | ঘটনাস্থলে মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা বাসুদেব ঘোষের এক একর জমি রয়েছে । তার মধ্যে ১৫ কাঠা জমি তিনি কামতাপুর কালচারাল সোসাইটিকে দান করেছে । তবে অভিযোগ ওই জমিতে গতকাল রাতের অন্ধকারে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির দলীয় পতাকা ব্যবহার করে কিছু ব্যক্তি অস্থায়ীভাবে সেখানে ঘর করে জমি দখল করার চেষ্টা করে। বিষয়টি সকালে কামতাপুর কালচারাল সোসাইটির সদস্য ও জমির মালিকের নজরে আসতেই তীব্র গন্ডগোলের সৃষ্টি হয়।
কামতাপুর কালচারাল সোসাইটির সদস্যরা এবং কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ভাইস প্রেসিডেন্ট বুদারু রায় জমিতে তৈরি করা বাড়িগুলিকে ভাঙার চেষ্টা করলে গন্ডগোল থেকে হাতাহাতিতে শুরু হয় দুই পক্ষের মধ্যে । এতেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পাশাপাশি ওই জমিকে দখল করে তৈরি করা অস্থায়ী বাড়িগুলিকে ভেঙে দেওয়া হয়।
ঘটনার নিয়ে ইতিমধ্যেই মেডিক্যাল ফাঁড়িতে অভিযোগ দায়ের করে কামতাপুর কালচারাল সোসাইটির সদস্যরা। অন্যদিকে স্থানীয় এলাকাবাসীদের দাবি ওই জমি সরকারি জমি, ফলে তাদের বাড়িঘর না থাকায় ওই জমিতে বাড়িঘর করে তারা বসবাস করবেন।