July 1, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Government : মহার্ঘ্য ভাতার দাবিতে কর্মবিরতি শিক্ষিকাদের

শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে কর্মবিরতির (পেন ডাউন ) পথে হাঁটলেন । রাজ‍্য সরকারি কর্মচারীরা DA এর দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন । আজ এই দাবিতে একই চিত্র দেখা গেল রাজ‍্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে |

শহরের শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ‍্যালয়ের শিক্ষিকারা এক দিনের পেন ডাউনের পথে হাঁটলেন । আন্দোলনরত শিক্ষিকারা এক প্রশ্নের উত্তরে জানান DA তাদের নৈতিক অধিকার এবং এর থেকে বঞ্চিত শিক্ষক মহল এটা মানা যায় না । আজ তারা প্রথম ক্লাস নিয়ে পেন ডাউনের পথে হাঁটলেন । পরবর্তীতে এই আন্দোলন কিভাবে করা যায় তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে |
স্কুলের প্রধান শিক্ষিকা অত‍্যুয়া বাগচী জানান , তার এই আন্দোলন সম্পর্কে কিছুই জানা ছিল না । প্রথম ক্লাস ঠিকঠাক হবার পর দ্বিতীয় ক্লাসের সময় হট্টগোল শুনতে পান | এরপর জানতে পারেন , স্কুলের সকল শিক্ষিকারা পেন ডাউন করেছেন। তার বক্তব্যে স্পষ্ট যে শিক্ষিকাদের আন্দোলন সঠিক | তবে এ নিয়ে বেশি কিছু আর বলতে চাননি তিনি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *