শিলিগুড়ি , ৮ জুলাই : সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যেখানে সন্ত্রাসের ঘটনা ঘটছে । সেখানে পাহাড়ে ঠিক তার বিপরীত ছবি। পাহাড়ে সকাল থেকে হালকা ও মাঝারী বৃষ্টিপাত শুরু হয় । কিন্তু বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই পাহাড়বাসীকে উৎসবের মেজাজে ভোট দিতে দেখা যায় এদিন ।
২২ বছর পর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে পাহাড়ে । তবে দ্বিস্তরীয় নয় , ত্রিস্তরীয় । পাহাড়ের রাজনৈতিক সমীকরণটাও রাজ্যের সমীকরণ থেকে যেন একদমই আলাদা । সেখানে লড়াইটা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল কংগ্রেসের জোটের সঙ্গে প্রধান বিরোধী বিজেপি সহ আটটি আঞ্চলিক রাজনৈতিক দলের জোটের সঙ্গে । শেষ পঞ্চায়েত নির্বাচনে পাহাড়ে একছত্র রাজ ছিল জিএনএলএফের । আর এখন পাহাড়ের রাশ অনিতের বিজিপিএমের হাতে । তবে পঞ্চায়েত নির্বাচনে গ্রামের রাশ কার ক্ষমতায় থাকে সেটাই দেখার ।