শিলিগুড়ি , ১৪ অগাষ্ট : শিলিগুড়ি মহাবিদ্যালয়ের তিন অধ্যাপক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পরিচালন সমিতির প্রতিনিধি হিসাবে নিজেদের নাম যুক্ত করল শিলিগুড়ি কলেজ । আগামী দিনগুলোতে নানান কর্মকাণ্ডে তাদের ভূমিকা যথার্থ থাকবে বলে জানান শিলিগুড়ি কলেজ অধ্যক্ষ ডঃ সুজিত কুমার ঘোষ ।
গতকাল নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে শিলিগুড়ি মহাবিদ্যালয়ের নুতন পরিচালন সমিতিতে ৩ জন স্থলাভিষিক্ত হলেন ।এই নির্বাচনে কলেজের মোট ৬০ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে ৫৭ জন ভোট দান করেন। এই প্রক্রিয়া চলতে চলতে অনেক রাত গড়িয়ে যায় বলে জানান শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ।
তিনি আরও জানান এই পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধিরা হলেন অমল রায় , দর্শনচন্দ্র বর্মন ও পার্থপ্রতিম রায় । এই তিন জন পরিচান সমিতির নুতন ভাবে নিযুক্ত হলেন |