Drug : মাদক হাতবদলের আগে পুলিশের জালে
শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : রাতের অন্ধকারে মাদক হাতবদলের ছক বানচাল করল বিএসএফ | বিহার থেকে খড়িবাড়িতে মাদক হাত বদলের আগে এসএসবি’র জালে এক যুবক | গতকাল খড়িবাড়ির ডুমরিয়া এলাকায় ঘোষপুকুর খড়িবাড়ির রাজ্যে সড়কে মাদক হাতবদলের ছক কষেছিল ওই যুবক | সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় […]
