Drug : মাদক পাচারের ছক বানচাল , গ্রেপ্তার দুই মহিলা সহ ৩
শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : ফের শিলিগুড়িতে মাদক পাচারের ছক বানচাল । শহরে পৌঁছেও গিয়েছিল প্রচুর মাদক সহ মাদক কারবারীরা।কিন্তু শেষ রক্ষা হল না ।হাত বদলের আগেই ব্রাউন সুগার এবং নগদ প্রায় ৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত । গ্রেপ্তার দুই মহিলা সহ ৩ জন। মাদক পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ির মাটিগাড়ার চাদমনি এলাকায় দুই মহিলা ও এক যুবক […]
