Police : সদ্যোজাতের দেহ উদ্ধার
নকশালবাড়ি , ২৫ এপ্রিল : নদীর পাড় থেকে প্লাস্টিক মোড়া অবস্থায় এক সদ্যোজাতের দেহ উদ্ধার নকশালবাড়িতে। আজ শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির কমলা জোতে খেমচী নদীর পাড়ে ওই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় । নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তির নজরে আসতেই নকশালবাড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে […]