June 28, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : মাদক পাচারের ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার আরও এক মহিলা

শিলিগুড়ি , ১৬ মে : মাদক সামগ্রী কিনতে এসে গত সোমবার খড়িবাড়ির পানিট্যাঙ্কির ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ মহিলা ও ১ পুরুষকে গ্রেফতার করেছিল খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ।

ধৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে আর এক অভিযুক্তের নাম । সেই অভিযুক্তকে ও গ্রেপ্তার করল পুলিশ | ধৃতের নাম সুচিত্রা মহন্ত | খড়িবাড়ির গৌড়সিং জোতের বাসিন্দা । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

গত সোমবার ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৫২ গ্রাম ব্রাউন সুগার ও ১৯ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ প্রায় লক্ষাধিক টাকা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *