শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রির বিষয় উত্থাপন হতেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মুক্ত সভা । উপাচার্যের ওপর ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করল সেখানে উপস্থিত প্রাক্তন ছাত্র ছাত্রী সহ অন্যান্যরা।
বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সভা কক্ষে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সভায় উপস্থিত ছিলেন বর্তমান ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরাও । তবে এই সভার মধ্যে উপাচার্য ওম প্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে জমি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে সেই বিষয়ে প্রশ্ন করলে তৎক্ষণাৎ বচসা বাধে ।
আনুমানিক আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটে । বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বাম নেতা , তাপস সরকারের অভিযোগ উপাচার্য সঠিকভাবে প্রশ্নের উত্তর না দিয়ে তাদের সঙ্গে অনুচিত ব্যবহার করেছেন। একই অভিযোগ তোলেন প্রদীপন গাঙ্গুলী নামে এক আইনজীবী । তিনি বলেন মুক্ত আলোচনা সভা কোন বদ্ধ ঘরে হতে পারে না। জমি কেন বিক্রি করা হচ্ছে কোন চুক্তিতে বিক্রি করা হচ্ছে তা সকলের সামনে খোলা মাঠে তুলে ধরা উচিত ।
যদিও উপাচার্য ওম প্রকাশ মিশ্র বলেন এই প্রথমবার বিশ্ববিদ্যালয় এ ধরনের আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আগামীতেও এই সভা করা হবে। আমার সঙ্গে ছাত্রছাত্রীরা রয়েছেন। আমি মনে করি এই সভা সফল হয়েছে।