শিলিগুড়ি , ২৫ নভেম্বর : নকল ভোটার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার শিলিগুড়ি থেকে এক | অভিযুক্ত জয়ন্ত বর্মনকে ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের একটি দল ।
সম্প্রতি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল সিআইএসএফ । ধৃত ওই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা ছিল । ধৃতের নাম খোকন বড়ুয়া । তার কাছ থেকে উদ্ধার হয়েছিল নকল ভোটার কার্ড ।
পুলিশ তদন্তে জানতে পারে ধৃত ওই নকল ভোটার কার্ড শিলিগুড়ি থেকে তৈরি করেছিল । এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ । সেই তদন্তের সূত্র ধরেই দিল্লি পুলিশের একটি দল পৌঁছে যায় শিলিগুড়িতে । নকল ভোটার কার্ড বানানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় জয়ন্ত বর্মন কে ।
জয়ন্ত বর্মনকে ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের একটি দল । এই অভিযানে ভক্তিনগর থানার পুলিশ দিল্লি পুলিশকে সহায়তা করে । ইসকন মন্দির রোড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ । ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে তুলে ৫ দিনের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে ।