শিলিগুড়ি , ১ ডিসেম্বর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসএসবির অভিযান | শিলিগুড়ির পানিট্যাংকির এশিয়ান হাইওয়ের কাছে একটি গাড়ি তল্লাশি চালিয়ে প্রচুর সুপারি বাজেয়াপ্ত করল এসএসবি ।
শিলিগুড়ির নকশালবাড়ির রথখোলায় এই অভিযান চালায় এসএসবি । গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম ইসাদ আলী। সে নকশালবাড়ির বাসিন্দা। এসএসবি জানিয়েছে ওই সুপারি নকশালবাড়ি থেকে ফালাকাটায় নিয়ে যাওয়া হচ্ছিল ।
৫০০০ টাকার বিনিময়ে ওই গাড়ির চালক ওই সুপারি পরিবহন করছিল । দীপ নামে এক ব্যক্তির নামে ওই সুপারির চালান ছিল ।
গাড়ি থেকে মোট ৮০ বস্তা সুপারি বাজেয়াপ্ত হয়েছে ।

