শিলিগুড়ি , ১২ মার্চ : নার্সিংহোম থেকে চুরি গিয়েছিল মোটরবাইক । সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে দিল অভিযুক্তকে ।
উদ্ধার হল চুরি যাওয়া মোটরবাইকটি ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , ফেব্রুয়ারী মাসের ২১ তারিখ মহম্মদ আসিরুল নামে এক ব্যক্তি তার ছেলে সুরফ আলীর মোটর বাইক নিয়ে মাটিগাড়া থানার অন্তর্গত একটি নার্সিংহোমে গিয়েছিলেন । নার্সিংহোম থেকে বেড়িয়ে পার্কিং এ এসে দেখেন তার মোটরবাইকটি উধাও ।
অনেক খোঁজাখুঁজির পরেও উদ্ধার হয়নি তার মোটরবাইকটি ।
২৩ ফেব্রুয়ারী মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হন তিনি । মোহাম্মদ আসিরুলের বাইক চুরির অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ।
বিভিন্ন সূত্রকে কাজে লাগানোর পাশাপাশি খতিয়ে দেখা হয় ওই নার্সিংহোম সহ রাস্তাঘাটের সিসিটিভি ফুটেজ । চিহ্নিত হয় দুষ্কৃতী ।
পুলিশ জানতে পারে অভিযুক্তের নাম সনু বাল্মিকী । ধৃতের বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকার গেট বাজারে ।
এরপর সনুকে ধরতে শুরু হয় তল্লাশি । পুলিশ জানতে পারে সনু কিছুদিন আগেই প্রধান নগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে শিলিগুড়ি সংশোধনাগারে রয়েছে । এরপর আদালতের নিয়ম কানুন মেনে শিলিগুড়ি সংশোধনাগার থেকে সনু বাল্মিকী কে শুন অ্যারেস্ট করে মাটিগাড়া থানার পুলিশ ।
হেফাজতে নিয়ে সনু বাল্মিকীকে জিজ্ঞাসাবাদ করতেই সে সমস্ত ঘটনা স্বীকার করে এবং পুলিশকে জানায় ওই চুরি করা বাইকটি সে মাটিগাড়ার হিমুল সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রেখেছে ।
মঙ্গলবার রাতে ওই বাড়িতে তল্লাশি চালায় মাটিগাড়া থানার পুলিশ । উদ্ধার হয় সূরফ আলীর চুরি যাওয়া মোটরবাইকটি । খবর দেওয়া হয় সুরাফ আলি এবং তার পিতা মহম্মদ আসিরুল কে ।
আদালতের নিয়ম-কানুন মেনে তাদের হাতে তুলে দেওয়া হবে মোটরবাইকটি । অপরদিকে ধৃত সনু বাল্মিকীকে আজ আদালতে পেশ করছে মাটিগাড়া থানার পুলিস ।