শিলিগুড়ি , ১ মার্চ : কনটেনারে করে মহিষ পাচারের ছক বানচাল করল পুলিশ | নকশালবাড়ি সাতভাইয়া মোড়ে কনটেনার আটক করে ২৮ টি মহিষ বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ ।
শনিবার সকালে সাতভাইয়া মোড়ে কনটেনার তল্লাশি চালাতে গিয়ে কনটেনারে বিকট শব্দ শুনতে পেয়ে সন্দেহ হয় পুলিশের | তল্লাশি করতেই মহিষ উদ্ধার করে পুলিশ । চালকের কাছে বৈধ নথিপত্র না পাওয়ায় গ্রেপ্তার করা হয় চালককে ।
ধৃতের নাম জাভেদ আলি , উত্তরপ্রদেশের বাসিন্দা । বিহার থেকে অসমের পথে যাচ্ছিল এই মহিষ । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় আজ । অন্যদিকে মহিষ গুলিকে ঘোষপুকুর খোঁয়াড়ে পাঠানো হয়েছে ।