শিলিগুড়ি , ১১ ফেব্রুয়ারী : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির কালী বাড়ি এলাকার বাসিন্দা ঈশানী শিকারি গুহ রায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ।
গত ২৪ তারিখ রাতে তিনি এবং তার পরিবারের লোকজন বাড়ি ফিরে আসেন । বাড়ি এসে দেখেন সবকিছু লণ্ডভণ্ড । বাড়িতে চুরি হয়েছে । টিভি , বাসনপত্র থেকে শুরু করে বাথরুমের ট্যাপ পর্যন্ত ভেঙে নিয়ে গেছে দুস্কৃতী । এরপর ২৫ জানুয়ারী বিষয়টি নিয়ে মাটিগাড়া থানা পুলিশের দ্বারস্থ হন বাড়ির মালিক । ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ ।
বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে চিহ্নিত করা হয় দুষ্কৃতীকে । পুলিশ জানতে পারে নুরুল ইসলাম শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা | সে এই চুরির ঘটনা ঘটিয়েছে । এরপর বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে নুরুল ইসলামের ওপর নজরদারি শুরু করে মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং।
অবশেষে গতকাল রাতে পুলিশের হাতে ধরা পড়ে যায় নুরুল । মাটিগাড়া থানা এলাকার বিশ্বাস কলোনিতে একটি ভাঙ্গারি দোকানে ওই সমস্ত জিনিস বিক্রি করতে যায় নুরুল । সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে সে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে ধৃত নুরুলের সন্তানের জন্মদিন ছিল গতকাল | আর সেই কারণে প্রয়োজন ছিল অর্থ আর সেই অর্থ জোগাড় করতেই এই চুরির ঘটনা ঘটায় সে ।
ঈশানি শিকারি গুহ রায়ের বাড়ি থেকে চুরি গিয়েছিল টিভি , নগদ অর্থ সহ বিভিন্ন জিনিসপত্র । নগদ অর্থ ছাড়া সমস্ত জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ । নগদ অর্থ উদ্ধারের চেষ্টা চলছে । গতকাল রাতে ধৃতকে গ্রেপ্তার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মাটিগাড়া থানার পুলিশ । আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।