জলপাইগুড়ি , ৩ ফেব্রুয়ারী : বুলডোজার দিয়ে বন্য হাতিকে আঘাত , নিন্দার ঝড় সামাজিক মাধ্যমে , চালক সহ বাহন আটক করল পুলিশ ।
বুলডোজার দিয়ে হাতিকে উত্যক্ত করায় থানা এবং বন দফতরে পরিবেশপ্রেমীদের অভিযোগের ভিত্তিতে বুলডোজার সহ আটক বুলডোজার চালক । গত শনিবার আপালচাঁদ বনাঞ্চল থেকে বের হয়ে আসা একটি বুনো হাতি দিনভর মাল মহকুমার পশ্চিম ডামডিম ও পূর্ব ডামডিমে সারাদিন অবস্থান করে । আর সেখানেই হাতিটিকে উত্যক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ । শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে হাতিটি একটি নজরমিনারে ধাক্কা মারে । তখন নজরমিনারটির উপরে ছিলেন পর্যটকরাও । এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে । পরে একটি আর্থ মুভার দিয়ে হাতিটিকে আক্রমণ করা হয় । হাতিটিও উত্তেজিত হয়ে আর্থ মুভারে ধাক্কা দেয় । এতে জখমও হয় হাতিটি ।
বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই , পরিবেশবিদরা নড়েচড়ে বসেন। রবিবার গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন ও মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের পক্ষ থেকে মালবাজারে বন দপ্তরের রেঞ্জারের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
সংগঠনের স্বরূপ মিত্র ও তানিয়া হক জানিয়েছেন , আর্থ মুভার ব্যবহার কার অনুমতিতে করা হল সেই বিষয়েও এদিন বনদপ্তর এর আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে ।
এদিনের এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে বন্যপ্রাণ বিভাগ মালবাজার রেঞ্জ এর সূত্রে জানা গেছে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে । বন্যপ্রাণ শাখার পাশাপাশি এদিন মালবাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে । পরবর্তীতে রাতেই বুলডোজার সহ চালককে আটক করেছে মালবাজার থানার পুলিশ ।