শিলিগুড়ি , ৩০ ডিসেম্বর : শাল কাঠ পাচারের ছক বানচাল করল পুলিশ । খড়িবাড়ি হয়ে বিহারে পাচারের আগে লক্ষাধিক টাকার শাল কাঠ সহ গ্রেপ্তার এক পাচারকারী । খড়িবাড়ির ফুলবর জোত এলাকায় একটি চার চাকার গাড়ি আটক করে লক্ষাধিক টাকার শাল কাঠ উদ্ধার করল খড়িবাড়ি থানার পুলিশ ।
ধৃতের নাম নির্মল টিগ্গা , নকশালবাড়ির মেরিভিউ জোতের বাসিন্দা । পুলিশ সূত্রে খবর , জঙ্গল থেকে কাঠ চুরি করে তা চেরাই করে পাচারের ছক ছিল ধৃতের । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।