December 22, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ১০ ডিসেম্বর : প্রধাননগর থানা এলাকা থেকে সাইকেল চুরির অভিযোগ উঠে আসছিল বারবার | অভিযোগের তদন্তে নেমে
উদ্ধার হয়েছে ৮ টি চোরাই সাইকেল | গ্রেপ্তার হয়েছে এক অভিযুক্ত । ধৃতের নাম শিবু পাল । তাকে প্রধান নগর থানার গেটবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডি আর আই কলোনি থেকে আটটি চুরি করা সাইকেল উদ্ধার করে প্রধান নগর থানার পুলিশ ।
প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , বেশ কিছুদিন ধরেই এলাকায় সাইকেল চুরির ঘটনা ঘটছিল |

প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে গতকাল গেট বাজার থেকে গ্রেপ্তার করে শিবু পালকে | ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । ‌ এই চক্রে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *