শিলিগুড়ি ,২৮ নভেম্বর : পান মশলা বিক্রির আড়ালে সরকারের প্রায় ১৩ কোটি ৬৪ লক্ষ টাকা কর ফাঁকি দিয়ে গ্রেপ্তার হল ভগৎ সিং নগর ,বিবেকানন্দ পল্লী জয়গাঁও এলাকার বাসিন্দা রঞ্জিত প্রসাদ । আজ শিলিগুড়ির এসিজেএম আদালতে অভিযুক্তকে তুললে তার জামিন নাকচ করে আদালত এবং জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত | ধৃত ব্যক্তি পান মশলার ব্যবসা করত | পেপার রোলিং করে কর ফাঁকি দিয়ে পণ্য রপ্তানি করছিল ওই ব্যক্তি ভুটান সহ অন্য স্থানে |
পণ্যের কাগজ রপ্তানিতে সহায়তা এবং সরকারকে ফাঁকি দেওয়ার অভিযোগে সেন্ট্রাল সিজিএসটি দ্বারা মেসার্স কাব্য এন্টারপ্রাইজ এবং মেসার্স এস কে এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । যেই কোম্পানি দুটি অভিযুক্ত এবং তার স্ত্রীর নামে রয়েছে |
অভিযুক্তের আবাস এবং দপ্তরে তল্লাশি চালানো হয়েছে , বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে ।
Uncategorized
Crime : পান মশলা বিক্রির আড়ালে কোটি টাকার কর ফাঁকি , গ্রেপ্তার
- by Soumi Chakraborty
- November 28, 2024
- 0 Comments
- Less than a minute
- 179 Views
- 3 weeks ago