December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : প্যাঙ্গোলিনের আঁশ বাজেয়াপ্ত , গ্রেপ্তার

শিলিগুড়ি , ৭ নভেম্বর : সাফল্য বনদপ্তর এর পাচারের আগে বিলুপ্ত প্রায় প্যাঙ্গোলিনের আঁশ বাজেয়াপ্ত করল বাগডোগরা বনদপ্তর | এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হল তনুজ দাস নামে এক ব্যক্তিকে |

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়া মোড় আন্ডারপাস এলাকায় বনদপ্তরের পক্ষ থেকে অভিযান চলে | সেই অভিযানে গ্রেপ্তার করে অভিযুক্ত তনুজ দাস কে | অভিযুক্তের কাছ থেকে প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর |

বনদপ্তর সূত্রে জানা গেছে , অসম থেকে এই গুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে | নেপাল হয়ে চিনে পাচারের ছক ছিল পাচারকারীর | বাগডোগরা ফরেস্ট রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত অসমের উত্তর লক্ষীপুরের বাসিন্দা | হাত বদলের জন্য অপেক্ষা করছিল অভিযুক্ত ফ্লাইওভারের নিচে | সেই সময় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *