October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

RPF : পাচারের আগেই ৯৯ টি কচ্ছপ সহ গ্রেপ্তার

মালদা , ৮ জানুয়ারী : পাচারের আগেই ৯৯ টি কচ্ছপ সহ উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশনের আরপিএফ। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে , ১৩৪৩০ আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে এক যুবক এর কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয়।

তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৯টি কচ্ছপ। গ্রেপ্তার করা হয় ওই যুবককে । ধৃত যুবকের নাম শুভম (১৮)। বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায়। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বনদপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *