November 27, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : পুলিশের জালে ফ্লাইং চোর !

শিলিগুড়ি , ২৭ নভেম্বর : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকাতে ঘুড়ে বেড়াচ্ছে ফ্লাইং চোরের দল ।
যারা সব সময় নজরে রাখছে কেউ বাড়ি ছেড়ে বের হচ্ছে কিনা ।

ঠিক এমনই চোরের নজরে পড়েছিল শিলিগুড়ির প্রধাননগর থানার মিলন মোড়ের সূর্য ছেত্রীর বাড়ি । সূর্য ছেত্রীর স্ত্রী গত ২৫ তারিখ বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ছেলেকে টিউশন থেকে আনার জন্য ।
ওই আধঘন্টা সময়ের মধ্যেই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে অলংকার নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীর দল ।

চুরির পর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ির মালিক । অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে প্রধান নগর থানার পুলিশ ।

চুরি যাওয়া সমস্ত সামগ্রী এবং অলংকার উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতী কে গ্রেপ্তার করল প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং পুলিশ ।

ধৃতের নাম প্রশান্ত ছেত্রী । অভিযুক্তের বাড়ি মিলন মোড় এলাকায় । ‌ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে, প্রধান নগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *