December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Hill : “আমরা চাই বাংলা থেকে আলাদা হতে” : নীরজ জিম্বা তামাং

শিলিগুড়ি , ১৯ জুলাই : “আমরা চাই বাংলা থেকে আলাদা হতে” , দার্জিলিংয়ে বললেন বিধায়ক নীরজ জিম্বা তামাং |

বাংলা থেকে ভাগ হয়ে গোর্খাল্যান্ড রাজ্য হতে হবে এমন কোন কথা নেই | আমরা চাই বাংলা থেকে আলাদা হতে । সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হলেও অসুবিধা নেই । দাবি বিধায়ক নীরজ জিম্বা তামাং এর ।

বুধবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠক করে দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা তামাং বলেন , তারা আশাবাদী ২০২৪ এর আগে কেন্দ্র সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *