শিলিগুড়ি , ৩০ ডিসেম্বর : শিলিগুড়ি পুরনিগমের নব নির্মিত ‘প্লাটিনাম জুবিলী ভবন’ ও ‘অধিবেশন কক্ষ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন সফলভাবে সম্পন্ন হল আজ ।
বুধবার সকালে পুরনিগম প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র গৌতম দেব । তার সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার , চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ মেয়র পারিষদ , কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্টরা ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব বলেন , আধুনিক পরিকাঠামো ও নাগরিক বান্ধব পরিষেবার লক্ষ্যে এই নতুন প্রশাসনিক ভবন শিলিগুড়ি পুরনিগমের কাজকর্মকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে । পাশাপাশি সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন , যা প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করবে।
এই নবনির্মিত ভবনের মাধ্যমে নাগরিক পরিষেবা আরও উন্নত হবে এবং শহরের প্রশাসনিক কাজকর্ম এক ছাদের তলায় সুশৃঙ্খলভাবে পরিচালিত করা সম্ভব হবে।
উপস্থিত অতিথি ও নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে ।

