শিলিগুড়ি , ২১ মার্চ : দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে সুখানী ও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের মানুষের । চাওই নদীর উপর তৈরি হতে যাচ্ছে নতুন সেতু | সেতুর কাজের শিলান্যাস হল আজ | রাজগঞ্জ ব্লকের চাউলহাটি গ্রামে চাওই নদী পার হতে গেলে ভারত বাংলাদেশ সীমান্ত এর একটি ভগ্নপ্রায় সেতুর উপর ভরসা করতে হত কয়েক লক্ষ মানুষকে ।
সীমান্ত থেকে কিছুটা দূরে নতুন ভাবে সেতু তৈরি করার উদ্যোগ নেয় WBSRDA | সেতুর জন্য অর্থ বরাদ্দ হয়েছে সাড়ে সাত কোটি টাকা , সেই সেতুর কাজ শুরু হল শুক্রবার । সেতুর কাজের সূচনা করেন রাজগঞ্জ এর বিধায়ক খগেশ্বর রায় | অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রুপালি দে সরকার, অরিন্দম ব্যানার্জি, ফারজান আলী, ইসরায়েল হক সহ অন্যরা |
বিধায়ক খগেশ্বর রায় জানান , দীর্ঘদিন হল চাওই নদীর উপর সেতু নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। অবশেষ এই সমস্যা মিটতে চলেছে। কয়েক লক্ষ মানুষ নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন । সেতু থাকলেও সীমান্ত পাশে থাকায় যাতায়াতের সমস্যা হতো । সাধারণ মানুষের কথা চিন্তা করে এই নতুন সেতু তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।