শিলিগুড়ি , ১৮ অক্টোবর : চতুর্থীতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে পুজো গাইড ম্যাপের উদ্বোধন করা হল। শুধু পুজো গাইড ম্যাপ নয় , এদিন পুলিশ কমিশনারের হাত ধরে পথ চলা শুরু হল শহর শিলিগুড়ির নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য বিশেষ অ্যাপের। পুলিশ কমিশনার জানান , কবচ অ্যাপের মাধ্যমে যে কেউ দ্রুততার সঙ্গে যে কোনও পরিস্থিতিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
পুজোর মরসুমে প্রতি বছরই পুজো গাইড ম্যাপের উদ্বোধন হয়। পুলিশ কমিশনার জানান , এ বছর অনলাইনেই পাওয়া যাবে পুজোর গাইড ম্যাপ। এমনকি কবচ অ্যাপও মিলবে অনলাইনে । অন্যদিকে , পুজোর সময়কালে এ বছর পৃথকভাবে প্রতিটি মন্ডপে পুলিশি প্রহরা থাকছে না । সেক্ষেত্রে কয়েকটি ক্লাবকে একত্রিত করে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে।