শিলিগুড়ি , ৫ জুলাই : নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ । এদিন সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন নকশালবাড়ি বিডিও অরিন্দম মন্ডল , নকশালবাড়ি বিএলআরও বিপ্লব হালদার , নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা ।
২ বছর আগে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের পরিকাঠামো ও উন্নয়নের কাজ কেমন হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি ৫০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালে ইলেকট্রিক সহ একাধিক উন্নয়নের কাজ শুরু হয়েছে । একইসঙ্গে হাসপাতালে এমপিপিএইচ ইউনিট কাজ শুরু হতে চলছে । এদিন সমস্ত কাজের সরেজমিনে তদন্ত করেন সভাধিপতি।
পরে সভাধিপতি অরুণ ঘোষ বলেন , খুব শীঘ্রই হাসপাতালে এমপিপিএইচ ইউনিট শুরু হতে চলেছে । এটি শুরু হলে খুব সহজেই রোগীরা রক্ত সংক্রান্ত পরীক্ষা করতে পারবেন। এছাড়া হাসপাতালে যে সমস্ত সমস্যা রয়েছে তা নথিভুক্ত করে করা হল | চিকিৎসকের সমস্যা নিয়ে স্বাস্থ্য ভবনে জানানো হবে ।