December 21, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Murder : পুষ্পা ছেত্রী খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেনাকর্মী পুলিশের জালে

শিলিগুড়ি , ২০ ডিসেম্বর : পুষ্পা ছেত্রী খুনের ঘটনায় তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ এর আগেই গ্রেপ্তার করেছিল তিনজনকে । এবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ । স্পেশাল একটি গ্রুপ তৈরি করে ভক্তিনগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছিল । আর এতেই মেলে সাফল্য |
শিলিগুড়ির ভক্তিনগর থানার ভানুনগর এলাকার ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু হয়েছিল পুষ্পা ছাত্রীর । ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে পুষ্পা ছেত্রীকে খুন করা হয়েছে । মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ । ‌

‌ ইতিমধ্যেই এই খুনের ঘটনায় জড়িত দুই সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ । পাশাপাশি এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত অরুণ প্যাটেলের স্ত্রীকেও গ্রেপ্তার করে পুলিশ । কিন্তু অরুণ প্যাটেল পলাতক ছিল । ‌অরুণ প্যাটেল সামরিক বাহিনীতে কর্মরত। আর সে ক্ষেত্রেই সরকারি সমস্ত নিয়মকানুন মেনে অবশেষে পুষ্পা ছেত্রী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত অরুণ প্যাটেল কে পঞ্জাব থেকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ ।

শিলিগুড়ি সেবক রোডের একটি দোকানে কাজ করতেন পুষ্পা ছেত্রী । সেই সূত্রেই পরিচয় হয় অরুণ প্যাটেলের সঙ্গে ।

অরুণ প্যাটেল এবং তার স্ত্রী ষড়যন্ত্র করে সুপারি কিলারকে দিয়ে পুষ্পা ছেত্রীকে খুন করায় । অবশেষে গ্রেপ্তার পুষ্পা ছেত্রী খুনের ঘটনার সব অভিযুক্ত । ধৃত অরুণ প্যাটেলকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে চাইছে ভক্তিনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *