জলপাইগুড়ি , ১৬ জুলাই : শুধুমাত্র সন্দেহের বশে স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হলেন স্বামী | এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । তদন্তে পুলিশ।
জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গদাধর কলোনি এলাকার ঘটনা । ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী কে খুন করে একই ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন স্বামী সন্তোষ বর্মন। মাস ছয়েক আগে গাছ থেকে পড়ে মাথায় চোট পান সন্তোষ বাবু । তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সন্তোষ বাবু জানান স্থানীয় বাসিন্দা তথা এলাকার পঞ্চায়েত শোভন রায় ।
তিনি আরও বলেন দীর্ঘ সময় ধরে কারো সঙ্গে খুব একটা কথা বলতেন না , হঠাৎ কথা বলতেন । স্ত্রী নীলা বর্মন কে সন্দেহ করতেন। ।
সন্দেহের বশেই খুন ও আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে হলেও , খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
.