October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : সিমবক্স উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মাস্টারমাইন্ড

শিলিগুড়ি , ৩০ জুলাই : ফাঁসিদেওয়া , ফুলবাড়ীর পর মাটিগাড়া থেকে উদ্ধার সিমবক্স । মাটিগাড়া থানা এলাকা থেকে সিমবক্স উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মাস্টারমাইন্ড । বিহার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হল শিলিগুড়িতে । ধৃতের নাম অঞ্জনি কুমার স্বাতন্ত্র | ধৃতের বাড়ি বিহারের ধাতথা গ্রামে । চলতি মাসের ২৭ তারিখ ভোর রাতে শিলিগুড়ির মাটিগাড়া ও প্রধাননগর থানার অন্তর্গত তিনটি জায়গা থেকে মোট ৫টি সিমবক্স উদ্ধার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স ।

সেই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয় । তাদের জিজ্ঞাসাবাদের পর অঞ্জনির বিস্তারিত তথ্য সংগ্রহ করে পুলিশ | এরপর তাকে বিহার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারের পর বিহারের আদালতে পেশ করে ধৃতকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হয় ।

মঙ্গলবার ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ । কিছুদিন আগে নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকাতে ও উদ্ধার হয়েছে সিমবক্স ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন । ধৃত অঞ্জনিকে জিজ্ঞাসাবাদ করে সিমবক্স কান্ডের তদন্ত করছে এস টি এফ (STF) এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *