শিলিগুড়ি , ২ মার্চ : বিহার থেকে অপরেট করে শিলিগুড়িতে চালান হচ্ছিল মধুচক্র , গ্রেপ্তার মধু চক্রের মূল পান্ডা ।
গত বছর ডিসেম্বর মাসের ২২ তারিখ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়িতে অভিযান চালায় শিলিগুড়ি মহিলা থানার পুলিশ | সেই অভিযানে মধুচক্র চালানোর অভিযোগে দুই ব্যক্তি সহ এক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বিহারের এক ব্যক্তির নাম | যে ব্যক্তি ছিল এই মধু চক্রের মূল পান্ডা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসা তথ্য অনুযায়ী বিহারেও অভিযান চালায় শিলিগুড়ি মহিলা থানার পুলিশ । তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে সময় পালাতে সক্ষম হয় অভিযুক্ত ব্যক্তি অখিলেশ কুমার। পরবর্তীতে চলতি বছর ফেব্রুয়ারির কুড়ি তারিখ নিজে থেকেই শিলিগুড়ি মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করে অখিলেশ কুমার।
এরপর ধৃত অখিলেশ কুমারকে গতকাল শিলিগুড়ি আদালতে তোলা হলে ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক । আজ ধৃতকে মেডিকেল করিয়ে হেফাজতে নেয় মহিলা থানার পুলিশ । পুলিশ সূত্রের খবর অনুযায়ী ধৃতকে হেফাজতে নিয়ে মূলত এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করার পাশাপাশি যে সমস্ত মহিলাদের দিয়ে এই মধু চক্র চালানো হত সেই সমস্ত মহিলাকে উদ্ধার করার কাজ চালাবে পুলিশ ।