March 12, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Madhyamik : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার থাকছে মোটরসাইকেল মোবাইল

শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী : এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী সোমবার থেকে । ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ । আর এরই পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা নিয়ে তৎপর রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটও ।

পরীক্ষা চলাকালীন যাতে কোন রকম অপ্রতিকর ঘটনা না ঘটে এবং কোন পরীক্ষার্থীর যাতে কোন রকম সমস্যা না হয় সেই দিকে প্রত্যেক বারের মতো এবারও বিশেষ নজর রাখছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট | শুক্রবার এমনটাই জানালেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর ।

তিনি বলেন এবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাতটি থানার অন্তর্ভুক্ত মোট ৩৬টি পরীক্ষা কেন্দ্র হতে চলেছে । এই ৩৬টি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় থাকছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । এছাড়াও ট্রাফিক সচল রাখতে থাকছে অতিরিক্ত পুলিশ মোতায়েন । পরীক্ষা কেন্দ্র ও শহরের ট্রাফিকে মোট ৬০০ জন পুলিশ মাধ্যমিক পরীক্ষার সময় কর্তব্যরত থাকবেন ।এছাড়াও এ বছর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের থেকে বিশেষ সংযোজন হিসেবে থাকছে মোটরসাইকেল মোবাইল ।

ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানান , শিলিগুড়ি শহরের মূল কেন্দ্রগুলিতে প্রায় ২৫টি মোটরসাইকেল মোবাইল মোতায়েন থাকবে |
যদি কোন রকম পরীক্ষার্থীর নিজের পরীক্ষা কেন্দ্রে যেতে বিলম্ব হয় তাহলে এই মোটরসাইকেল মোবাইল তাদের দ্রুত নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে সহায়তা করবে ।

১০০ অথবা ২৬৬২২১০ ডায়াল করলেই এই সুবিধা নিতে পারবে পরীক্ষার্থীরা । এছাড়াও নিরাপত্তার দিকে থাকছে বেশ কিছু পদক্ষেপ । যাতে সুস্থভাবে সম্পন্ন হয় মাধ্যমিক পরীক্ষা সেই দিকেই বাড়তি নজর প্রশাসনের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *