শিলিগুড়ি , ৩০ ডিসেম্বর : রেলের জমিতে দেওয়াল তৈরি নিয়ে সমস্যায় ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি সংলগ্ন পাইপলাইন এলাকার বাসিন্দারা । সেখানে রেলের তরফে দেওয়াল তৈরি করা হচ্ছে । কিন্তু বাসিন্দাদের অভিযোগ , রেল যেভাবে প্রাচীর তৈরি করছে তাতে যাতায়তের রাস্তা থাকবে না ।
গত সপ্তাহে সেই সমস্যা নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন মেয়র গৌতম দেব । ওপর প্রান্তে দেওয়াল তৈরি করলে লোকজনের সুবিধা হবে বলে জানান মেয়র । কিন্তু বাসিন্দাদের অভিযোগ , এরপরও রেল তাদের পরিকল্পনা মতোই দেওয়াল তৈরির কাজ শুরু করেছে। রবিবার থেকে দেওয়ালের পিলার তৈরির কাজ শুরু হয়েছে।
সোমবার সকালে এলাকায় যান কাউন্সিলর তাপস চ্যাটার্জি। বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেলের সিদ্ধান্তের প্রতিবাদে নামেন। সেখানে কাজ বন্ধ করে শ্রমিকদের ফেরত পাঠানো হয়। রেল সিদ্ধান্ত না বদলালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর।