December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Excise Department : প্রচুর পরিমাণ সিকিম মদ বাজেয়াপ্ত

শিলিগুড়ি , ৩০ জানুয়ারী : আবগারি দপ্তরের অভিযানে বড় সাফল্য । রবিবার গভীর রাতে মিরিক মহকুমার থার্বু চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ কার্টন অবৈধ সিকিমের মদ উদ্ধার করতে সক্ষম হয় আবগারি দপ্তরের আধিকারিকরা । গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে মিরিকের থার্বু চা বাগান এলাকায় ওত পেতে থাকে শিলিগুড়ি আবগারি দপ্তরের আধিকারিকরা ।

সেই সময় ওই পথে যাওয়া একটি ছোটো চার চাকার গাড়িকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই অবৈধ মদ গুলি । সিকিমের এই মদ গুলিকে কর ফাঁকি দিয়ে মিরিকে নিয়ে যাওয়া হচ্ছিল ।

সোমবার আবগারি দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের অতিরিক্ত কমিশনার সুজিত দাস বলেন , গোপন সূত্রের খবরের ভিত্তিতেই দপ্তরের আধিকারিকেরা এই অভিযানে সিকিমের মদ ও বিয়ার বাজেয়াপ্ত করে । উদ্ধার হওয়া এই অবৈধ মদের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা । তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর ।


					

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *