September 7, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Murder : জমি নিয়ে বিবাদ , একই পরিবারের চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড

শিলিগুড়ি , ১৯ জুলাই : জমি নিয়ে গণ্ডগোলের জেরে এক মহিলাকে পিটিয়ে মারার ঘটনায় বৃহস্পতিবার চার জনকে দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি মহকুমা আদালত । শুক্রবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক ।

দোষীরা হল কুঞ্জ সিংহ , ভারতী সিংহ , বিদেশ সিংহ ও সুনীল সিংহ । আজ থেকে প্রায় ১৯ বছর আগে খড়িবাড়ির জনৈক উত্তম সরকারের জমিতে অভিযুক্ত চারজন বর্গা শ্রমিক হিসেবে কাজ করত ওই চার অভিযুক্ত । যদিও সেই উৎপন্ন ফসলের ভাগ উত্তম সরকারকে সঠিকভাবে দিত না তারা । উত্তম সরকারের বোন রুপাতন সরকার তাদের কাছে জমি সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে গেলে তাকে বেধরক মারধর করা হয় | সেখানেই মৃত্যু হয় তার |

এরপর খড়িবাড়ি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে উত্তমবাবু অভিযোগ জানায় । খুনের অভিযোগে দুই নাবালক সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ । এরপর দীর্ঘ ১৯ বছর মামলা চলার পর এদিন সাজা শোনান বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *