জলপাইগুড়ি , ১৪ জুলাই : জল নেমে যাওয়ায় স্বস্তি জলদাপাড়ায় |
বৃহস্পতিবার সকালে প্রবল বর্ষণের ফলে ফুলে ফেঁপে উঠেছিল হলঙ নদী । দু’কুল ছাপিয়ে জল ঢুকে গিয়েছিল রাজ্য পর্যটন দপ্তরের জলদাপাড়ার টুরিস্ট লজের ভেতরে। শুক্রবার সকালে সেখানে পরিস্থিতি অনেকটাই ভালো। বৃষ্টির তীব্রতা গতকালের তুলনায় অনেকটাই কম।
পাশাপাশি ভুটান পাহাড় থেকেও গতকালের তুলনায় কম জল নেমেছে হলং নদী দিয়ে । জল নেমে যাওয়ার পরে টুরিস্ট লজের কর্মচারীরা টুরিস্ট লজ পরিষ্কার করতে শুরু করে দিয়েছেন ।