শিলিগুড়ি , ৩১ জুলাই : বাগডোগরায় ট্রেনের বাথরুম থেকে উদ্ধার বিপুল পরিমাণ পাখি ,মাছ ও কুকুর , তদন্তে বাগডোগরা বনদপ্তর |
ট্রেনের সাধারণ কামরার বাথরুম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ পাখি । সেই সঙ্গে উদ্ধার হয় তিনটি কুকুর ও বেশ কিছু মাছ । ঘটনাস্থলে বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা । খতিয়ে দেখা হচ্ছে সমস্ত বিষয় ।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে , কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার বাথরুমে বিপুল পরিমাণ পাখি এবং তিনটি কুকুর ও বেশকিছু মাছ শিলিগুড়িতে আনা হচ্ছিল। গোপন সূত্রে বনদপ্তরের কাছে সেই খবর আসার পর RPF কে সঙ্গে নিয়ে বাগডোগরা স্টেশনে ওই পাখিগুলিকে ট্রেন থেকে নামানো হয় । এরপরই সেখান থেকে উদ্ধার পাখি ও কুকুরগুলিকে নিয়ে আসা হয় বাগডোগরা বনদপ্তরের কার্যালয় ।
ঘটনায় যে ব্যক্তি এই জিনিসগুলি কলকাতা থেকে শিলিগুড়িতে নিয়ে আসছিল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বনদপ্তর ।