June 23, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Land : মিশনের জমি দখলের ঘটনায় কেজিএফ গ্যাং এর আরও এক সদস্য গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৮ মে : শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় কেজিএফ গ্যাং এর আরও এক সদস্যকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ । ধৃতের নাম মহম্মদ ইরশাদ ।সোমবার রাতে গান্ধীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ।


গত ১৯ মে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা । এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্যের আইনব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। এদিকে ৪ দিন পর ঘটনায় জড়িত কেজিএফ গ্যাং এর ৫ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার রাতে গান্ধীনগর এলাকা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ।

রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার ঘটনায় এখনও অবধি ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তবে মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও পলাতক। তার খোঁজ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ থেকে শুরু করে এসওজি এবং ডিডি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *