শিলিগুড়ি , ১৯ মে : ভাইরাল ঘুষ কাণ্ড , বরখাস্ত সিভিক ভলেন্টিয়ার , সাসপেন্ড এ এস আই ।
জলপাইগুড়ি পুলিশ সদাই জনগণের জন্য , এর মধ্যে যারা ভুল কাজ করবে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে , সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানালেন একথা ।
গত শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পোস্ট অফিস মোড়ে ডিউটি করার সময় বেআইনি ভাবে এক মোটর সাইকেল আরোহীর কাছ থেকে নগদ টাকা নিচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার | এমন ভিডিও প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্যে জুড়ে ।
ঘটনার আঁচ পেতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ , অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে বরখাস্ত করা হয় কাজ থেকে | পোস্ট অফিস মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক এ এস আইকে সাসপেন্ড করা হয় ।
এই ঘটনা প্রসঙ্গে সোমবার জেলা পুলিশ লাইনে আয়োজিত এক রক্তদান কর্মসূচীতে এসে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে জানান , যদি কোনো পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার অন্যায় কাজ করে থাকে সেই ক্ষেত্রে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে | এই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ।