December 22, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police Case : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৯ নভেম্বর : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার | ধৃত ব্যক্তির নাম মনোজ রায় । সে মেডিকেল মোড় এলাকার বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত সেপ্টেম্বর মাসে ২ তারিখে বিদ্যাচক্র কলোনী থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় । ওই ব্যক্তির দেহ দাহ করে আসার পর পরিবারের লোকেদের ওই ব্যক্তির মোবাইলে একটি ভিডিও মেলে ।

পরিবারের লোকেরা জানতে পারে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল মৃত ব্যাক্তি । এরপর ওই মহিলা একটি ভিডিও করে নেয় । এরপর থেকে ওই মহিলা এবং তার বন্ধু মনোজ ও স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য তাকে টাকার জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ । ২ লক্ষ টাকা দিলেও আরও তিন লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এরপরই ওই ব্যক্তি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় বলে পরিবার দাবি করে ।

ওই ভিডিও দেখার পরেই পরিবারের তরফে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

অবশেষে ভক্তিনগর থানার একটি বিশেষ টিম অসম থেকে মনোজকে বৃহস্পতিবার রাতে নিয়ে আসে । এদিন সকালে তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।

মৃতের স্ত্রী রেখা সরকার জানান , ‘মনোজকে ধরাতে তারা খুশি । তবে বাকিরা ও গ্রেপ্তার হোক সেই দাবিও জানান তিনি পুলিশের কাছে ‘|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *