শিলিগুড়ি , ৩০ মে : নদী যেন নর্দমা । সংস্কারের অভাবে শিলিগুড়ির অনেক নদী বর্তমানে পরিণত হয়েছে নর্দমায় । আর সেই মৃত প্রায় নদীগুলিকে পুনরুজ্জীবিত করতে তৎপর হল এবার শিলিগুড়ির পুরনিগম।
শিলিগুড়ির উপর দিয়ে বয়ে চলেছে ফুলেশ্বরী জোড়াপানি সহ একাধিক নদী । তবে সংস্কার ও সাধারণ মানুষের উদাসীনতায় সেই নদী গুলি নর্দমায় পরিণত হয়েছে । সেই নদীগুলিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে পুরনিগম । এই নিয়ে ইতিমধ্যেই সেচমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরেছেন মেয়র গৌতম দেব।
মঙ্গলবার ২১ নম্বর ও ১৯ নম্বর ওয়ার্ডের উপর দিয়ে বয়ে যাওয়া ফুলেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করলেন মেয়র ।
পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব জানান , নদীগুলিকে দূষণ মুক্ত করতে নদীর ব্রিজ গুলির উপরে নেট লাগিয়ে দেওয়া হয়েছে । তবে মানুষের সচেতনতার প্রয়োজন আছে। যে কোনো উপায়ে ফুলেশ্বরী জোড়াপানি সহ অন্যান্য মৃত প্রায় নদীগুলিকে পুনরুজ্জীবিত করা হবে । পাশাপাশি নদীর ধার ঘেষে সৌন্দর্যায়ন করা হবে ।